ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার দারুশা (আফি-নেপালপাড়া) নিবাসী হুজরীপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকতার হোসেনের ছোটভাই যুবলীগ নেতা মাহাফুজ (৪৫) সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন)।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর সিটি হাট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মাহাফুজ সিটি হার্ট রোড দিয়ে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
শুক্রবার (১২ আগস্ট) বাদ জুম্মা দারুশা আফি-নেপালপাড়ায় জানাজা অনুষ্ঠিত হবে এবং মরহুমের দাফনকাজ সম্পন্ন করা হবে।