IMG-LOGO


× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রায়গঞ্জে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল১০ এপ্রিল এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনাঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে চলবে না ট্রাক-কাভার্ডভ্যান-লরিদুপুরের মধ্যে ঝড়ের আভাসইসরায়েলি হামলায় লেবানন ও গাজায় ৪১ জন নিহতবঙ্গোপসাগরে রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় ৪ মরদেহ উদ্ধারশহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায়- ইফতার ও দোয়া মাহফিলরাজশাহী দুর্গাপুরে জয়নগর ইউ‌নিয়‌ন জামায়াতের ইফতার মাহ‌ফিলসুন্দরবনের ৩ একরজুড়ে ছড়ানো আগুন নিয়ন্ত্রণে‘শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আওয়ামী লীগকে আসতে দেবো না’ঈদের কেনা কাটায় বাজার কাপাচ্ছে ইন্ডিয়ান-পাকিস্থানী পোষাকরাজশাহী সিটি প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিলরাজশাহীতে দুলাভাইকে কুপিয়ে হত্যামোহনপুরে এসবি ফাউন্ডেশনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের শ্রমিক কর্মচারী ইউনিয়নেরবার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় এখনও অন্ধকারে ইউসুফ হত্যার রহস্য

মান্দায় এখনও অন্ধকারে ইউসুফ হত্যার রহস্য

হত্যা, হত্যার অভিযোগ, পিটিয়ে হত্যা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ইউসুফ আলী (১২) হত্যাকাণ্ডের পর পেরিয়ে গেছে ৫ মাস ৩ দিন। কিন্তু এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের কোনো কিনারাই করতে পারেনি পুলিশ। জড়িত সন্দেহে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাঁদের কাছ থেকেও মেলেনি তেমন কোনো তথ্য। এ অবস্থায় অন্ধকারেই ঘুরপাক খাচ্ছে নৃশংস এ হত্যাকাণ্ডের রহস্য।

আলোচিত এ হত্যাকাণ্ডের পরপরই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন ভরট্ট কাঠেরডাঙ্গা গ্রামের বাবুল হোসেন ওরফে বাবু (৩৫), ওয়াহেদ হোসেন আপেল (২৫) ও চকউলি গ্রামের নুরুল ইসলাম ওরফে ইসলাম (২২)। এদের মধ্যে বাবু ও ইসলাম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারী এবং আপেল ইটভাটার শ্রমিক বলে জানায় স্থানীয়রা। তাঁরা বর্তমানে কারাগারে আছেন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) হত্যাকাÐের শিকার শিশু ইউসুফের বাড়িতে গিয়ে তার বাবা রেজাউল ইসলামকে পাওয়া যায়নি। এক সপ্তাহ আগে ঢাকায় গেছেন রিকশা চালিয়ে উর্পাজনের আশায়। এসময় কথা হয় শিশুটির মা শিরিনা আক্তারের সঙ্গে। তিনি বলেন, দীর্ঘদিন পেরিয়ে গেছে। কিন্তু ছেলের হত্যাকাণ্ডের বিষয়ে কিছুই করতে পারছে না পুলিশ। দেখছি, চেষ্টা করা হচ্ছে এমন সব কথা বলে শুধুই শান্তনা দেওয়া হচ্ছে।

মা শিরিনা আক্তার আরও বলেন, ঘটনার পরপরই তিনজনকে গ্রেপ্তার করে থানা পুলিশ। তাঁদের রিমাÐে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। কিন্তুর ছেলে ইউসুফ হত্যার বিষয়ে কোনো তথ্যই বের করতে পারেনি। অবিলম্বে এ হত্যাকাÐের রহস্য উদঘাটনসহ জড়িত ব্যক্তিরদের ফাঁসির দাবী করেন তিনি।

ভরট্ট কাঠেরডাঙ্গা গ্রামের বাসিন্দা সাদেকুল ইসলাম বলেন, গ্রামের একটি নিষ্পাপ শিশুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর তার লাশ ফেলে রাখা হয়েছিল বুড়ির বিলের একটি ভুট্টাখেতে। কিন্তু এখন পর্যন্ত আলোচিত এ হত্যাকাণ্ডের কোনোই কুলকিনারা হয়নি। এ অবস্থায় গ্রামের লোকজন তাঁদের শিশু সন্তানদের নিয়ে অনেকটা আতঙ্কেই দিন কাটাচ্ছেন।

স্থানীয় ইউপি সদস্য রইছ উদ্দিন বলেন, শিশু ইউসুফের বাবা রেজাউল ইসলাম পেশায় রিকশাচালক। বছরের বেশির ভাগ সময় রাজধানী ঢাকায় থেকে রিকশা চালিয়ে উপার্জন করেন। জমিজমা না থাকায় পারিবারিক কোনো বিরোধও নেই।

ইউপি সদস্য আরও বলেন, কী এমন অপরাধ করেছিল শিশু ইউসুফ, যাতে করে তাকে নৃশংসভাবে খুন করতে হয়েছে। এ খুনের পেছনে নারী ঘটিত কিছু আছে কিনা এ বিষয়ে এলাকার লোকজন যথেষ্ট সন্দিহান। তবে যারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকুক তাঁদের চিহ্নিত করে দ্রুত আইনে আওতায় আনার জোর দাবী জানান তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ক্লুলেস এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্তকাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ডিএনএ পরীক্ষার জন্য গ্রেপ্তার তিন আসামির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তি সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের ভরট্ট কাঠেরডাঙ্গা গ্রামের রিকশাচালক রেজাউল ইসলামের ছেলে ইউসুফ আলী (১২) গত ২১ মার্চ বিকেল ৩টার দিকে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। পরদিন ২২ মার্চ সকাল ১০টার দিকে বাড়ির পাশে বুড়ির বিলের একটি ভুট্টাখেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ইউসুফ আন্ধারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31