ধূমকেতু নিউজ ডেস্ক : গেলে আর ফেরত আসে না এমন অভিযোগ এনে বাংলাদেশ দাবা দলকে ভিসা দেয়নি ইতালি। ফলে ১১-২৩ অক্টোবর দেশটির সার্দিনিয়া শহরে ফিদের তালিকাভুক্ত অনূর্ধ্ব-২০ বিশ্ব জুনিয়র দাবায় অংশ নিতে পারেনি বাংলাদেশের দাবারুরা।
এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর দাবার বিশ্ব সংস্থা ফিদের কাছে বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এরপর ইতালির দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ জুনিয়র দাবা দলের দলনেতা ও দাবা ফেডারেশনের সদস্য মাহমুদা চৌধুরী মলি গণমাধ্যমকে জানিয়েছেন, ঢাকার ইতালির দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মাতিয়ে ভেনচুরা ভিসা না দেওয়ায় ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা চেয়েছেন।
এছাড়াও বাংলাদেশ দলকে ৩ কার্যদিবসের মধ্যে ভিসা দিতে চেয়েছে ইতালির দূতাবাস। এই ঘটনায় বাংলাদেশ দাবা ফেডারেশন লিখিত অভিযোগ করেছে বিশ্ব দাবা সংস্থার এথিকস কমিশনের কাছে।
পাশাপাশি ফিদের কাছে আর্থিক ক্ষতিপূরণও দাবি করেছে বাংলাদেশ। দাবা ফেডারেশনের দাবি, ইতালি যেতে না পারায় সাড়ে ৪ লাখ টাকা ক্ষতি হয়েছে বাংলাদেশের।
ঘটনায় দ্রুত নড়চড়ে বসেছে ফিদে। সেই পরিপ্রেক্ষিতে ফিদে ক্ষোভ জানায় ইতালি দাবা ফেডারেশনের কাছে।