ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আবু বকর সিদ্দিকী (৫৫) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বকর উপজেলার ছোট ডেরাহার গ্রামের মৃত ময়েজউদ্দিনের ছেলে।
দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে বলে নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার ওসি শহিদুল ইসলাম।
ওসি শহিদুল ইসলাম জানান, সকালে আবু বকর নন্দীগ্রাম থেকে তার অটোভ্যান নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওমরপুর এলাকায় পৌঁছালে বগুড়া-নাটোর মহাসড়ক পার হওয়ার সময় বগুড়াগামী একটি অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়। এ সময় ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।