পাবনায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : পাবনায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী তিতাস হোসেন (২৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
শুক্রবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে পাবনা জেলার সদর থানাধীন কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তিতাস পাবনা জেলার সদর থানাধীন কবিরপুর এলাকার মুকুল হোসেন (বুদ্দু) এর ছেলে।
র্যাব-১২, সিপিসি-২, এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার সদর থানাধীন কবিরপুর সাকিনস্থ হলুদ মসজিদের সন্নিকটে হাজি ষ্টোর নামক মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে জিআর-০৫/১৮ (পাবনা), জিআর প্রসেস-২৩৯/২২ মোতাবেক বিজ্ঞ আদালতের রায়ে ‘একবছরের সশ্রম কারাদন্ড’ সাজাপ্রাপ্ত পলাতক আসামী তিতাস হোসেনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। গ্রেপ্তারের পর আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।