ধূমকেতু নিউজ ডেস্ক : ক্রিকেটারদের অসংখ্য ভক্ত-অনুরাগীদের মধ্যে কেউ কেউ বেশ পাগলাটে ধরনের হয়। প্রিয় তারকাকে ছুঁয়ে দেখতে তারা নানা কাণ্ড ঘটিয়ে বসেন। তার মধ্যে একটি হলো— খেলা চলাকালীন মাঠে প্রবেশ করা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ মঞ্চে এবার ভারত দলের অধিনায়ক রোহিত শর্মার এক পাঁড়ভক্ত এমন কাণ্ডই ঘটালেন।
আর শাস্তি হিসেবে তাকে গুনতে হচ্ছে বাংলাদেশি মুদ্রায় ৮ লাখ টাকা জরিমানা!
রোববার ভারত-জিম্বাবুয়ে ম্যাচ চলাকালীন অ্যাডিলেডের মাঠে নিরাপত্তাবেষ্টনী ভেদ করে রোহিত শর্মার কাছে পৌঁছে যায় এক তরুণ। রোহিতকে ছুঁয়ে দেখার প্রবল ইচ্ছা তার, পরে যা খুশি হোক পরোয়া নেই তার।
ঘটনাটি জিম্বাবুয়ের ইনিংসের ১৭তম ওভারের। নিরাপত্তাবেষ্টনী ডিঙিয়ে ছেলেটি যখন রোহিত শর্মার দিকে ছুটে যাচ্ছিলেন, তখন একজন নিরাপত্তারক্ষী দারুণ এক ফিল্ডিং প্রদর্শন করলেন। প্রায় শূন্যে শরীর ভাসিয়ে ডাইভ দিয়ে বল ধরার মতো করেই সেই ভক্তকে ধরে ফেলেন তিনি।
প্রিয় তারকার এত কাছাকাছি গিয়েও সফল হতে না পেরে হতাশ হয়ে পড়েন সেই তরুণ। ঘটনাটি বুঝে উঠতেই ওই ভক্তের কাছে ছুটে যান রোহিত শর্মা।
তরুণকে অপদস্ত না করে ভালো ব্যবহার করে মাঠের বাইরে বের করে নিয়ে যেতে বলেন নিরাপত্তকর্মীদের। আইডলের এমন মধুর আচরণে মুগ্ধ হয়ে আবেগে কেঁদেই ফেলেন সেই তরুণ।
A fan invaded the field today to meet Rohit Sharma, he was in tears when he came close to Rohit.
The fan has been fined 6.5 Lakhs INR for invading the field. pic.twitter.com/CmiKIocTHf
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 6, 2022
Little fan didn't get chance to meet Rohit Sharma... Nice gesture from Captain Rohit he talked with him...#RohitSharma? #T20worldcup22 #T20WorldCup pic.twitter.com/eQ4Pw6UJt2
— ???????? (@Cricket_Gyaani_) November 6, 2022
মাঠের বাইরে যাওয়ার সময় সেই ছেলেটির চোখে পানি দেখা গিয়েছিল। ফিরে যাওয়ার সময় ঘাড় ঘুরিয়ে শুধু রোহিতের দিকেই তাকিয়ে ছিলেন তিনি।
প্রিয় ক্রিকেটারের সঙ্গে দেখা হয়ে গেলেও তাকে বড় অঙ্কের টাকা জরিমানা দিয়ে এর খেসারত দিতে হবে।
এদিকে ভারত দলের অধিনায়কের এই সৌজন্যে মুগ্ধ হয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস


