পকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় সেনা সদস্যসহ নিহত ৩

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর কনভয় রক্ষ্য করে আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন একজন সৈন্য এবং দুই বেসামরিক নাগরিক। দেশটির সামরিক বাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) বরাতে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি দৈনিক দ্য ডন।
আইএসপিআর একটি অফিসিয়াল বিবৃতিতে বলেছে, উত্তর ওয়াজিরিস্তান জেলার মিরানশাহের সাধারণ এলাকায় একটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায়, নায়েক আবিদ নামের এক সেনা সদস্য এবং দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়াও একজন বেসামরিক ব্যক্তি এই ঘটনায় আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, বোমা হামলাকারী একটি রিকশা নিয়ে নিরাপত্তা বাহিনীর গাড়িতে ধাক্কা দেয় এবং সাথে সাথে বিস্ফোরণ ঘটায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, হামলার পর নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিকভাবে এলাকাটি ঘিরে রেখেছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এক বিবৃতিতে মিরামশাহে আত্মঘাতী সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসীরা কখনই তাদের ঘৃণ্য পরিকল্পনায় সফল হবে না।
পাঁচ দিন আগেও একই এলাকায় আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। যেখানে এক সৈন্যসহ ২জন নিহত হয় এবং আহত হয় অন্তত নয়জন।
এর আগে শুক্রবার, উত্তর ওয়াজিরিস্তানের মিরালি মহকুমার খাদরি এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের হামলার পর একটি গাড়িতে আগুন লেগে তিনজন নিহত হয়।