ধূমকেতু নিউজ ডেস্ক :সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় সফল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা।
সোমবার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানিয়েছেন, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র জেদ্দায় অবস্থিত সৌদি আরামকোর একটি সরবারহ স্টেশনে আঘাত হেনেছে।
রয়টার্স জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘উত্তর জেদ্দার বাল্ক প্ল্যান্ট- সৌদি আরামকো’ লেবেল লাগানো একটি উপগ্রহের ছবিও পোস্ট করেছেন। গুগল ম্যাপসে সৌদি আরামকোর ছবির সঙ্গে সারিয়ার দেয়া উপগ্রহের ছবি ও বর্ণনার মিল পাওয়া গেছে।
ইয়াহিয়া সারিয়ি বলেন, কুদস-২ ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে ওই ডিসট্রিবিউশন স্টেশনে হামলা চালানো হয়েছে। হামলার পর অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়ি ওই স্থানে ছুটে যায় বলে দাবি করেন তিনি।
হুতিদের হামলার দাবি প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রণালয় ও রাষ্ট্র মালিকানাধীন তেল কোম্পানী আরামকোর কোনো মন্তব্য পাওয়া যায়নি।