ধূমকেতু নিউজ ডেস্ক : দ্বিতীবারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। তবে পাত্রী তার স্ত্রী মডেল ও অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচ। নিজের স্ত্রীর সঙ্গেই আবারো বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই ক্রিকেটার।
মুম্বাইয়ের এক নাইট ক্লাবে প্রথম আলাপ হয়েছিল হার্দিক-নাতাশার। প্রথম দেখাতেই নাতাশাকে ভালো লেগে যায় হার্দিকের। ২০২০ সালের ১ জানুয়ারি এক প্রমোদতরীতে বাগদান সারেন তারা। তার কয়েক মাস পরেই বিয়ে করে ফেলেন।
তখন শুধু আইনি মতে বিয়ে করেন তারা। জুলাই মাসে সন্তানের জন্ম দেন নাতাশা। ছেলে অগস্ত্যকে নিয়ে ব্যস্ততা বাড়ে দম্পতির। সব মিলিয়ে গত তিন বছর নিজেদের জন্য আলাদা করে তেমনভাবে সময় বার করতে পারেননি হার্দিক ও নাতাশা।
তিন বছর পরেই জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন দুজন। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন রাজস্থানের উদয়পুরে বসতে চলেছে হার্দিক-নাতাশার বিয়ের আসর।
সোমবার ছেলে অগস্ত্যকে কোলে নিয়ে উদয়পুরের উদ্দেশে রওনা দেন দম্পতি। সঙ্গে ছিলেন হার্দিকের দাদা ক্রুণাল পান্ডিয়া ও বৌদি পঙ্খুরি শর্মা ও তাঁদের ছেলে কবীর। আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি।
মঙ্গলবার সকাল সকাল উদয়পুরের পথে দেখা গেছে বিরাট কোহলি, অনুষ্কা শর্মাকেও। দুপুরে রাজস্থানের বিমান ধরলেন সদ্য বিবাহিত আথিয়া শেঠি ও কে এল রাহুলও।
বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সব সদস্যই। জানা গেছে, চলতি বছরের আইপিএলের পরে রিসেপশন পার্টির আয়োজন করতে চলেছেন তারকা জুটি।