ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে গলায় ফাঁস দিয়ে আদিবাসী যুবকের আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ মে) সকালে উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার মিশন আদিবাসী পাড়া মহল্লায় ঘটে এমন গলায় ফাঁস দিয়ে আদিবাসী যুবকের আত্মহত্যার ঘটনাটি। নিহত যুবকের নাম লাজারুশ মতি মার্ডী (২০)। তার বাড়ি মুন্ডুমালা পৌর এলাকার মিশন আদিবাসী পাড়া।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেশকিছু দিন ধরে নিখোঁজ ছিলেন নিহত আদিবাসী যুবক মতি মার্ডী। অনেক খোঁজ খবর করে পাওয়া যায়নি। কিন্তু হঠাৎ করে শুক্রবার সকাল ৭টার দিকে তার বাড়ির পার্শে থাকা বাঁশ ঝাড়ে মতি মার্ডীর গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পান প্রতিবেশিরা।
এসময় মুন্ডুমালা পুলিশ ফাঁড়িতে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। তবে কি কারণে আত্মহত্যা করেছে মতি মার্ডী তা জানাতে পারেন নি পুলিশ।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে, লাশ পোস্টমর্টেম করার জন্য রাজশাহী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত কি কারণে আত্মহত্যা করেছে কোন কিছু জানানো সম্ভব হচ্ছেনা বলে জানান তিনি।