IMG-LOGO


× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘মার্চের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দিলে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে’তারাগঞ্জে মাহে রমজান উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আনন্দ মিছিলবিএনপি নেতার হামলায় ক্যামেরা ভাংচুর, সাংবাদিকসহ আহত ৬মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১আরএমপি সাইবার ইউনিটের সহায়তায় ৪৯টি মোবাইল ফিরে পেলো মালিকরাকুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় শিক্ষার্থী নিহত২৫ ক্যাডারের রোববার পূর্ণদিবস কর্মবিরতিভারতীয়রা আইন না মানলে সীমান্তে আরো কঠোর হবে বাংলাদেশ : বিজিবি মহাপরিচালকসড়কে গাছের গুড়ি ফেলে ৪০টি যানবহনে ডাকাতিচূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ মার্চপোরশায় দুই মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত-৩পোরশায় ন্যায্য মূল্যে গরুর মাংস বিক্রিবড়পুকুরিয়া কয়লা খনির মাইন বিস্ফোরনে ভূমি ধসের আতঙ্কে মৌপুকুর গ্রামবাসীধামইরহাটে অসহায়দের সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণকাউকে অ্যারেস্ট করতে হলে আমাদের অনুমতি নিয়ে করতে হবে
Home >> টপ নিউজ >> প্রবাস >> করোনায় পৃথিবী ছাড়া ১ লাখ ৮০ হাজার ব্রাজিলিয়ান

করোনায় পৃথিবী ছাড়া ১ লাখ ৮০ হাজার ব্রাজিলিয়ান

ধূমকেতু নিউজ ডেস্ক : ব্রাজিলে থামছে না করোনার তাণ্ডব। নতুন করে ৭৬৯ জনের প্রাণহানি ঘটেছে সেখানে। এতে করে মৃতের সংখ্যা ১ লাখ ৮০ হাজার ছুঁতে চলেছে। একই সাথে বেড়েছে সংক্রণও। গত একদিনেও দেশটিতে অর্ধলক্ষাধিক মানুষের করোনা শনাক্ত হয়েছে। যদিও সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৪২৫ জন মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৭ লাখ ৮৩ হাজার ৫৪৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৭৬৯ জন। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৭৯ হাজার ৮০১ জনে ঠেকেছে।

অপরদিকে, এখন পর্যন্ত সেখানে করোনামুক্ত হয়েছেন ৫৯ লাখ ৩১ হাজার ৭৭৭ জন রোগী। এর মধ্যে গত একদিনেই সুস্থতা লাভ করেছেন ৩০ হাজার ২৬৬ জন।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারিতে দেশটির সাও পাওলো শহরে ৬১ বছর বয়সী ইতালি ফেরত এক জনের শরীরে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। এরপর থেকেই অবস্থা ক্রমেই সংকটাপন্ন হতে থাকে। যেখানে আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।

তবে শুধু ব্রাজিলই নয়, করোনার ভয়াবহতা ছড়িয়ে পড়েছে গোটা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও। যেখানে পূর্বের তুলনায় ভাইরাসটির দাপট অনেকটা বেড়েছে। এমন অবস্থায় করোনাকে বাগে আনতে দেশগুলোর সরকার মানুষকে ঘরে রাখতে চেষ্টা করছেন। কিন্তু অর্থনীতির চাকা সচল থাকা নিয়ে রয়েছে যত দুশ্চিন্তা। ফলে সংকটাবস্থার মধ্য দিয়ে ব্রাজিল, পেরু, চিলি, ইকুয়েডর ও আর্জেন্টিনার মতো দেশগুলোতে অনেক কিছুই চালু রয়েছে।

এর মধ্যে ব্রাজিলে সবচেয়ে ভয়াবহ অবস্থা। দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে বেশ বিপাকে পড়তে হচ্ছে চিকিৎসা কেন্দ্রগুলোকে। অপরদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বিতীয় দফায় করোনা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে ধ্বংসযজ্ঞ চালানোর পর ব্রাজিল ভাইরাসটির প্রধানকেন্দ্রে পরিণত হয়। একই সঙ্গে এ অঞ্চলের অন্যান্য দেশগুলোতে দ্রুত বিস্তার লাভ করায় কলম্বিয়া, পেরু ও আর্জেন্টিনার মতো দেশগুলোর প্রত্যেকটিতে আক্রান্ত ৯ লাখ ছাড়িয়ে গেছে।

এর মধ্যে আর্জেন্টিনায় সংক্রমিতের সংখ্যা ১৪ লাখ বেড়ে ৮২ হাজার। মৃত্যু হয়েছে ৪০ হাজার ৪৩১ জনের।

কলম্বিয়ায় করোনাক্রান্ত রোগী আজ ১৪ লাখে দাঁড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৮ হাজার ৪৮৪ জনের।

পেরুতে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৭৭ হাজার ছাড়িয়েছে। যেখানে মৃতের সংখ্যা ৩৬ হাজার ৪৫৫ জনে ঠেকেছে।

এছাড়া চিলিতে সংক্রমিত ৫ লাখ ৬৬ হাজার ৪৪০ জন মানুষ। এর মধ্যে ১৫ হাজার ৭৭৪ জনের প্রাণ কেড়েছে করোনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31