ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে পিতা মাতাকে বেধড়ক পিটিয়ে আহত করেছেন সন্তানেরা বলে অভিযোগ পাওয়া গেছে। আহত বয়োজ্যেষ্ঠ পিতা মাতাকে থানা পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়ে দেন। গত ২৫ ডিসেম্বর বুধবার দুপুর দুই টার দিকে তানোর পৌর এলাকার কালীগঞ্জ রায়তান বড়শো গ্রামে ঘটে মারপিটের ঘটনাটি। এঘটনায় পিতা কুরবান আলী বাদি হয়ে ছেলে জামিরুল, উমর ও আনারুল দিংকে বিবাদী করে মোহনপুর সেনা ক্যাম্প এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু একদিন পার হলেও কোন ব্যবস্থা গ্রহণ না করায় বাড়ীতে যেতে পারছেন না আহত পিতা মাতা। ফলে সন্তানদের এমন কান্ডে হতবাক স্থানীয়রা। সেই সাথে সন্তানদের দৃষ্টান্ত মুলুক শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় আশি বছরের পিতা কুরবান আলী বেডের এক সাইডে বসে কাতরাচ্ছে ও তার বয়োবৃদ্ধ স্ত্রী কম্বল জড়িয়ে শুয়ে থেকে কাঁদছেন। তাদের মেয়ে নার্গিস দাড়িয়ে ছিল ও রাসেল নামের নাতিও দাদা দাদিকে রক্ষা করতে গিয়ে মার খেয়ে বসে থেকে আপসোস করছে। তারা জানান, জমি ও বাড়ি লিখে না দেয়ার কারনে মাঝে মধ্যেই মারপিট করে। মেয়ে নার্গিস জানান, ৭০ বছরের বৃদ্ধা মায়ের দুই হাতের কয়েক টি আঙুল মেরে ভেঙে ফেলেছে। গত বুধবারে মায়ের নাকে মুখে মেরেছে। এখনো ঠোঁট কাটা আছে ও নাকের ভিতরে রক্ত লেগে আছে। ৮০ বছরের পিতার বুকের হাড় ভেঙ্গে ফেলেছে। শ্বাসকষ্ট হয় ব্যাপক ভাবে। বাম হাত ভেঙেছে ও ডান হাতের আঙ্গুলে প্রচুর আঘাত করেছে, এখনো ফুলে আছে। আর কত নির্যাতন করলে শান্তি পাবে। মেয়ে হয়ে মাতা পিতার এমন দৃশ্য মারাত্মক কষ্টকর।
অভিযোগে উল্লেখ, ‘যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোঃ কুরমান (৮০), পিতা- মৃতঃ উসমান, সাং-রায়তান বড়শো, পোষ্টঃ কালিগঞ্জ হাট, থানাঃ তানোর, জেলাঃ রাজশাহী। এই মর্মে জানাইতেছি যে, বিবাদী ১। মোঃ জামিরুল ইসলাম (৩৭) ২। মোঃ উম্মর আলী (৫০) ৩। মোঃ আনারুল ইসলাম (৪৫) সর্বপিতা- মোঃ কুরমান আলী ৪। মোসাঃ মাহাফুজা বেগম (৩৫) স্বামী- মোঃ জামিরুল ইসলাম ৫। মোঃ সোহেল রানা (৪০) পিতা- মৃত আব্দুল প্রামানিক সর্বসাং-রায়তান বড়শো, পোষ্টঃ কালিগঞ্জ হাট, থানাঃ তানোর, জেলাঃ রাজশাহীদ্বয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিতেছি যে, ১ ও ৪ নং বিবাদী মিলে প্রতিনিয়ত আমার ও আমার স্ত্রী মোসাঃ সুফিয়া বেগম (৭০), এর সাথে খারাপ ব্যবহার সহ বিভিন্ন রকমের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং অন্যান্য বিবাদীদের বিভিন্ন প্রকার কুপরামর্শে আমাকে সহ আমার স্ত্রীর উপর অত্যাচার করিয় আসছে। এছাড়াও বিবাদীগন আমার জায়গা জমি সব জোর পূর্বক ভাবে জবর দখল করিব বলিয়া অত্যাচার সহ মারপিট করিয়া আসিতেছে। এমতাবস্থায় গত ইং ২৫/১২/২০২৪ তারিখ দুপুর আনুমানিক ২.০০ ঘটিকার সময় থানাধীন তানোর পৌরসভা অধিনস্থ ৯নং ওয়ার্ড রায়তান বড়শো গ্রামে আমি আমার নিজ বাড়িতে দুপুরের খাওয়ার সময় বিবাদীদ্বয় কোন কারণ ছাড়াই দৌড়ে এসে আমাদের ভাতের থালিতে লাথি মেরে ফেলে দেয় এবং আমাকে ও আমার স্ত্রী কে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। আমি বিবাদীদের গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীগন আরো ক্ষিপ্ত হয়ে মারমুখি আচরণ করিতে থাকে। এক পর্যায়ে বিবাদীগন আমাকে ও আমার স্ত্রী কে এলোপাথাড়ী ভাবে কিল, ঘুশি, চড়, থাপ্পড় মারে, সাথে ছিলা ফোলা যখম করে ও বিভিন্ন রকমের ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণ নাশের হুমকি প্রদান করে। ইতি পূর্বেও বিবাদীদ্বয় আমাকে ও আমার স্ত্রী কে মারপিট করিয়াছে। বিবাদীদ্বয়ের এমন অত্যাচার দিন দিন আমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। আমি সহ আমার স্ত্রী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন আছি।
তবে ছেলে উমর অভিযোগ অস্বীকার করেন। কিন্তু ছেলে জামিরুল জানান, যেখানেই অভিযোগ করুন না কেন তদন্তে আসলে এলাকার লোকজন বলবে কার অপরাধ। আমি অপরাধী হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
স্থানীয়রা জানান, তাদের দ্বন্দ্ব ফাসাদ দীর্ঘ দিনের। গত বুধবার মারপিটের খবর পেয়ে অনেকে গিয়ে থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। কেউ কোন কথা শোনেনা। তবে যেটাই হোক পিতা মাতার গায়ে হাত দেয়া মারাত্মক অন্যায়। এসবের সুষ্ঠু বিচার হওয়া দরকার।
মাতা সুফিয়া জানান, ছেলে জামিরুল ও তার স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ। জামিরুল বাড়ি থেকে চলে গেলে এসব হবে না। তাদের ভয়ে বাড়িতেও যেতে পারছিনা।
থানার ওসি মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি সারাদিন শহরে মিটিংয়ে ছিলাম। আহতরা চিকিৎসাধীন অবস্থায় আছে। সুস্থ হলে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew