ধূমকেতু নিউজ ডেস্ক : শিয়রে খুনের হুমকি, কিন্তু বলিউড অভিনেতা সালমান খান ভাবলেশহীন। কড়া নিরাপত্তায় মুড়ে তিনি মুম্বাই ছেড়ে জামনগরে। পোশাকে আর চালচলনে-বলনে ৫৯ বছরের ‘যুবক’ ভাইজান। কালো কোট ও রোদচশমায় আলাদাই জেল্লা। কারও ‘ভাই’, কারও ‘জান’; কিন্তু দিব্যি প্রেমের জোয়ারে তিনি। এর মধ্যে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন সাবেক প্রেমিকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এর কিছুক্ষণের মধ্যেই ভাইরাল ‘বর্তমান’ ইউলিয়া ভন্তুরের শুভেচ্ছাবার্তা।
পরিবার ও নিজের নিরাপত্তার কারণে অন্যবারের মতো দিনভর পার্টিতে মাততে পারেননি বলিভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। তাতে কী! প্রাক-জন্মদিনের নৈশবিহার কিন্তু জমজমাট। গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট সেজেছে কেবল তার জন্য। আবাসনের অন্দরে লোকের ভিড়। নানা বয়সের মানুষ সেখানে হাজির। একদম খুদে থেকে অশীতিপররাও এদিন উদযাপনের মেজাজে। রকমারি কেক উপচে পড়েছে টেবিলে। এই উদযাপনে সংযোজন অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বার্তা— পৃথিবীর সব খুশি তোমার জন্য তোলা থাক। সব ইচ্ছে ও স্বপ্ন ঈশ্বর পূরণ করুক। জন্মদিনে তোমার মুখের হাসি বজায় রাখুক।
এদিকে পিছিয়ে নেই ‘বর্তমান’ প্রেমিকা হলিউড গায়িকা ইউলিয়া ভন্তুরও। খান পরিবারের বড় মেয়ে অর্পিতা খানের ছেলে আর ভাইজানের জন্মদিনের তারিখ এক। হলিউড গায়িকা অদেখা সেই ছবি প্রকাশ্যে এনেছেন। ‘ভাইজান’ ভাগ্নেকে কোলে নিয়ে আছেন। তার চর্চিত ‘ব্রেসলেট’ নিয়ে খেলছে একরত্তি। ছবির নিচে দুজনের জন্যই শুভেচ্ছা জানিয়েছেন ইউলিয়া। তিনি যে খান পরিবারের সঙ্গে একাত্ম হয়ে উঠছেন, এ ছবি যেন তারই প্রমাণ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew