ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অমর ২১শে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে মোহনপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও পরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, জাকির হোসেন বকুল, আব্দুল কাদের মোল্লা, অধ্যাপক কাজিম উদ্দিন, আব্দুল হামিদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিক দলের আহবায়ক মোজাম্মেল হক, কৃষক দলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মাহামুদুল হাসান রুবেল, যুবনেতা মির্জা শওকত, আব্দুর রহিম, নয়ন শাহ, নাহিদ পারভেজ হিমু সহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডের নেতাকর্মীরা।