ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : পুঠিয়ায় রাত হলে ঢাকা-রাজশাহী সড়কে মাটি বহনকারী শতাধিক নম্বারবিহীন ট্রাক চলাচল করায় সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পবা হাইওয়ে থানার ওসি বলছেন,মাটিবাহি ট্রাক তারা রাতে দেখতে পায় না।
উপজেলার শিবপুরে পবা হাইওয়ে নামে একটি থানা রয়েছে। ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার পোল্লাপুকুর হতে নাটোর জেলার বেলঘড়িয়া পর্যন্ত ২৭ কিলোমিটার সড়ক এই হাইওয়ে থানা যানবাহনগুলো নিয়ন্ত্রণ করে থাকেন। শিমুল আলি যাত্রীবাহি কোচ ড্রাইভার বলেন, বালি,মাটি ভর্তি ট্রাকের কারণে রাতের বেলা গাড়ি খুবই ধীরগতিতে চালাতে হয়। তারপর, ট্রাকগুলো কোচ গাড়িগুলোকে সাইড পর্যন্ত দেয় না। একটি ট্রাকে ৬০/৭০ টন বালি,মাটি ভর্তি রয়েছে। শুধু ধীর গতির জন্য আমাদের বিভিন্ন রকম সমস্যা পড়তে হচ্ছে। বর্তমানে জেলা জুড়ে নতুন পুকুর খননের কাজ চলছে। খননকৃত মাটি ইটের ভাটাসহ বিভিন্ন নীচুস্থান ভরাট করার কাজে ব্যবহার করা হচ্ছে।
বিড়ালদহ বাজারের সিদ্দিকুর রহমান বলেন, মাটি বোঝায় করা ১০ চাকার ট্রাকগুলো বেশিরভাগ নম্বার প্লট নেই। প্রতি মাসে হাইওয়ে থানা পুলিশের সাথে বিশেষ সমঝতার মাধ্যমে গাড়িগুলো চলাচল করছে। শিবপুর বাজারের আরফিুল ইসলাম বলেন, পবা হাইওয়ের থানা পুলিশ ফাঁকা স্থানে যানবাহনরে কাগজপত্র যাচাই-বাছাই করার নাম করে দিনরাত চাঁদাবাজি করতে দেখা যায়। যেসব যানবাহন সঙ্গে চুক্তি নেই। শুধুমাত্র তাদের নামে মামলা দেওয়া কথা বলে টাকা আদায় করে। অপরদিকে উপজেলা ১০টি স্থানে পুকুর খননের কাজ চলছে। এই পুকুর খননের মাটিগুলো থানা পুলিশের সঙ্গে চুক্তি করে রাতের আধাঁরে গ্রামীণ কাঁচা/পাকা রাস্তা নষ্ট করে মহাসড়কে যাতায়ত করছে। রিপন আলি নামের ব্যক্তি বলেন, চুক্তি থাকায় প্রকাশ্য অর্ধশতাধিক মাটিবাহি ১০ চাকার ডামট্রাক থানার সামনে দিয়ে অন্য উপজেলা হতে রাতে যাতায়ত করতে দেখা যাচ্ছে।
এ বিষয়ে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোজাম্মেল হক বলেন, রাতে সড়কে যাদের দায়িত্ব পরে তারা আমাকে বলেছে মাটিবাহি ট্রাক তারা দেখতে পায় না। কোনো যানবাহনের সঙ্গে তাদের চুক্তি নেই।
এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন,আমি শুনেছি চারঘাট উপজেলা থেকে মাটি ভর্তি গাড়িগুলো আসছে। থানার ওপর দিয়ে মাটি ভর্তি ট্রাক যাওয়া বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,বিষয়টি খোজ নিয়ে দেখছি।