IMG-LOGO


× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর উলামা সম্মেলন অনুষ্ঠিতব্লাড ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র সিয়াম আহমেদ বাঁচতে চায়নিয়ামতপুরে ভাবিচা ইউনিয়ন বিএনপির আয়োজনে উঠান বৈঠকগোমস্তাপুরে সুজনের কমিটি গঠন, নাহিদ সভাপতি, শাহীন সম্পাদকরাস্ট্র মেরামতের ৩১দফা বাস্তবায়নে তানোরে পাড়া মহল্লা হাট বাজারে এডভোকেট তারেকমোহনপুরে ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসননিয়ামতপুরে মামলা নিয়ে পুলিশেরবিরুদ্ধে ছলচাতুরির অভিযোগরাণীনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতফুলবাড়ীতে বিএনপির যৌথসভা অনুষ্ঠিতবিএনপি ক্ষমতায় গেলে কৃষকের মুখে হাসিফিরবে: মোশারফ হোসেনবাগমারায় জামায়াতের এমপি প্রার্থী ডাঃ বারীকে সংবর্ধনাবেগম জিয়া দেশকে ভালবাসেন বিধায় তিনি কখনো দেশ ছেড়ে পালাননি:মিনুবাঘায় পুকুরে গোসল করতে নেমে বয়স্ক নারীর মৃত্যুমোহনপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধননিউ মার্কেট ব্যবসায়ী সমিতির আয়োজনে র‌্যাফেল ড্র-২০২৫
Home >> টপ নিউজ >> রাজশাহী >> যানজটে নাকাল ভবানীগঞ্জ কলেজ মোড়

যানজটে নাকাল ভবানীগঞ্জ কলেজ মোড়

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের যানজট যেন প্রতি দিনের ঘটনা। যানজট অতিক্রম করে চলাফেলাও অনেক কষ্টকর হয়ে যায়। প্রশাসনের নজরে আসলেও অবৈধভাবে দোকানপাট সহ পার্কিং করার কারণে এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে।উপজেলা সদরের যানজট নিরসনের লক্ষ্যে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা ভূমিকা নিলেও সেটি দীর্ঘদিন স্থায়ী হয়নি। সাধারণ মানুষসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত চলাচল করেন ভবানীগঞ্জ বাজারের এই সকল রাস্তায়। প্রতিটি রাস্তার মোড় যেন একেকটি বাজার। বারবার সিদ্ধান্ত হলেও রাস্তা দখল মুক্ত হচ্ছে না। যানবাহনের মাত্রাতিরিক্ত ব্যবহার এবং অসাধু ব্যবসায়ীদের দখলে অধিকাংশ রাস্তা থাকায় যানজটক্রমে বৃদ্ধি পাচ্ছে। সরকারি এ সকল স্থানে ইচ্ছে মতন দোকানপাট নির্মাণ করে যানজট সৃষ্টি করছে ব্যবসায়ীরা।

বিশেষ করে ভবানীগঞ্জ কলেজ মোড়, জিরো পয়েন্ট, সিএনজি স্ট্যান্ড সহ গোডাউন মোড়ে ইচ্ছে মতন দোকানপাট নির্মাণ করা হয়েছে। উল্লেখিত স্থানগুলোতে প্রায় সময়ই দীর্ঘ যানজট লেগে থাকে। সরকারি জায়গা দখল করে যানজট সৃষ্টি করার কারণেই ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এ থেকে রেহাই পাচ্ছেনা স্কুল কলেজগামী শিক্ষার্থীরা।

উল্লেখিত মোড় গুলোর অবৈধ স্থাপনা দ্রæত সময়ের মধ্যে উচ্ছেদ করার লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছে স্থানীয় যুবসমাজ। এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একবার তদন্ত করা হয়েছে। তবে কাজের কাজ কিছুই হয়নি। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেছেন পৌরবাসী।

জেলা প্রশাসকের নিকট দাখিলকৃত আবেদন সূত্রে জানাগেছে, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সংলগ্ন ভবানীগঞ্জ কলেজমোড়, এই মোড়টি একটি গুরুত্বপূর্ণ মোড় যা দিনের বেশির ভাগ সময় ব্যস্ত থাকে। ভবানীগঞ্জ বাজারের মূল চালিকা শক্তি এই মোড়। এই রোডে আত্রাই উপজেলা এবং বাগমারা উপজেলার বেশকিছু ইউনিয়নের জনগনের এক মাত্র সংযোগ সড়ক, ১০ টিরও বেশি স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মূল সংযোগ সড়ক এবং ভবানীগঞ্জ বাজারের একমাত্র বাইপাস রোড। কলেজ মোড়টি উপজেলার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। সময়ের পরিক্রমায় ভবানীগঞ্জ কলেজ মোড়ে যেমন অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধি পেয়েছে তেমনি যানচলাচলও পাল্লা দিয়ে বেড়েছে বহুগুণ। এই সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র ভবানীগঞ্জ কলেজ মোড়ের কাছে বাংলাদেশ পানি উন্নয়ণ বোর্ড কর্তৃক অধিগ্রহণকৃত ফাঁকা জায়গায় এবং পাশের কিছু সরকারী জায়গায় স্থানীয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মচারীর সাথে মিলিত হয়ে কিছু দোকানপাটসহ অন্যান্য স্থাপনা গড়ে তুলেছে। এসকল অবৈধ স্থাপনা দোকানপাটের জন্য এক দিক দিয়ে যেমন ভবানীগঞ্জ কলেজ মোড়ে যান চলাচলে বাধা বা ট্রাফিক জ্যাম তৈরী হয়েছে তেমনি এই জায়গাগুলো দিন দিন বেদখলে চলে যাচ্ছে।

এদিকে আবেদনকারীদের মধ্যে মসিউর রহমান, আল-আমিন, নাজমুল হোসেন, জামিল সহ অনেকের দাবী, সরকারী জায়গাগুলোতে অবৈধ ভাবে তৈরি করা দোকানগুলো দ্রæত উচ্ছেদ করার পাশাপাশি এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার।

এ ব্যাপারে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, কলেজ মোড়ের ওই জায়গাগুলো পানি উন্নয়ন বোর্ডের। পানি উনয়ন বোর্ড যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। যেহেতু এখানে হাইওয়ে না থাকায় ট্রাফিক পুলিশ দেওয়ার সুযোগ নেই। তার পরও কলেজ মোড় সহ বাজারের অন্যান্য স্থানে যানজট নিরসনে আনসার সদস্য নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে। আমরা দ্রæত এই কাজ করতে চাই । যাতে সাধারন মানুষের ভোগান্তি লাঘব হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930