ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : ‘এসো গাইড করি, সুন্দর জীবন গড়ি’ এই শ্লোগান কে সামনে রেখে বাগমারায় ১১তম উপজেলা গাইড ক্যাম্প -২০২৫ উপলক্ষ্যে তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন, বাগমারার উদ্যোগে মঙ্গলবার (২৫ফেব্রæয়ারী) চাঁনপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
এসময় সভাপতিত্ব করেন, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন, বাগমারার সভাপতি এবং চাঁনপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর আঞ্চলিক কমিশনার সিরাজুম মনিরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুকতাদির আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার ড. মুহাম্মাদ আব্দুল মুমীত প্রমূখ।
অনুষ্ঠানে বাগমারার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গার্ল গাইড, শিক্ষক মন্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।