ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার হাসনিপুর মাদারীগঞ্জ সাফিক্স প্রিক্যাডেট কিন্ডারগার্টেনের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় , কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় এ উপলক্ষে প্রিক্যাডেট কিন্ডারগার্টেনের চত্বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকিরুল ইসলামের সার্বিক তত্ত¡বাবধানে,পরিচালনা কমিটির সভাপতি, আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার শাহ এর সভাপতিত্বে এবং শিক্ষক রাজন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুকতাদির আহমেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাংবাদিক মামুনুর রশিদ মামুন, সভাপতি ইউসুফ আলী সরকার প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, গণিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জব্বার খান, সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বকুল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সামসুজ্জোহা সরকার বাদশা, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাম পারভেজসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এসএসসি ২৫ ব্যাচের ৯০ জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে পরীক্ষার উপকরণাদী তুলে দেয়া হয়। বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।
উল্লেখ্য ২০০৩ সালে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়ে প্রধান শিক্ষক জাকিরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত¡াবধানে, অদ্যবধি অত্যন্ত সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানে প্রায় ১২০০ শিক্ষার্থী অধ্যায়নরত আছে।