ধূমকেতু প্রতিবেদক,পোরশা: রমজান মাসের আগমন উপলক্ষে রমজানকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখার দাবিতে নওগাঁর পোরশায় জামায়াতে ইসলামীর আয়োজনে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার নিতপুর সদরে অনুষ্ঠিত র্যালি ও পরে এক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির সাগর আলী। সাধারন সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহবুবুল আলম। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার নায়েবে আমির আব্দুর রহিম, সহকারি সেক্রেটারী নুর নবী, ইয়াদুল হক, সভাপতি আল্লামা বিভাগ আলাউদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।#