ধূমকেতু প্রতিবেদক : রমজানকে সামনে রেখে রাজশাহীর মহানগরীর প্রান কেন্দ্র গণকপাড়া মুক্ত করার সিদ্ধান্ত হয়। শনিবার বেলা ১১টার দিকে পুলিশ বিভাগ, রাজশাহী সিটি কর্পোরেশন ও রাজশাহী সিটি কর্পোরেশন যৌথ উদ্দ্যেগে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। এসময়ে আরএমপি কমিশনার আবু সুফিয়ান, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মাসুদুর রহমান রিংকু ও রাজশাহী সিটি কর্পোরেশনে স্টেট অফিসার মতিউর রহমান ও রাজশাহী সাহেববাজার বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার সাহা সহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরএমপি কমিশনার বলেন, গণকপাড়া যানজট মুক্ত করতে এবং পরিবেশ সুন্দর করা এবং রাস্তার উপরে ব্যবসাকারীদের অন্যত্র সড়িয়ে নেয়ার দায়িত্ব হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশনের। পুলিশ সহায়তা করবে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে সিটি কর্পোরেশনের প্রশাসক, রাজশাহী বিভাগীয় কমিশার এর সাথে এ বিষয়ে কথা বলবেন বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও তিনি রাজশাহী সিটি কর্পোরেশন ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে অনুরোধ করেন।
এদিকে এ বিষয়ে শনিবার দুপুরে চেম্বার ভবনের সম্মেলন কক্ষে সিটি কর্পোরেশন, ফুটপাত ও অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মাসুদুর রহমান রিংকুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হক হারু, মহানগর কৃষক দলের সাবেক সদস্য সচিব গোলাম সাকলায়েন ইকো, রাজশাহী সিটি পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান ও গণকপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি উম্মুর রহমান রোকেশসহ বিভিন্ন ব্যবসায়ীগণ।
সভায় দ্রুত সময়ে গণকপাড়া রাস্তার উপর থেকে খাবার দোকান সমুহ অপসারণ করে পুর্বের স্থানে পুনর্বহাল করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। আর এই কাজে সহযোগিতা করার জন্য পুলিশ বিভাগের সহযোগিতা কামনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চেম্বার সভাপতি মাসুদুর রহমান রিংকু।