IMG-LOGO


× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রায়গঞ্জে কদর বাড়ছে কাঠের তৈরি ফার্নিচারেরসশস্ত্র বাহিনীর কারণে ইরান আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মানের অধিকারী : মাসুদডন থ্রি’তে রণবীরের সাথে শর্বরীশুক্রবারের রাশিফলখাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে অভিযানঅপহৃত মাদ্রাসা শিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৪বাংলাদেশ-পাকিস্তান বৈঠক বিষয়ে যা জানা গেলরাণীনগরের সাংবাদিক মালেকের মাতার ইন্তেকাল‘সরকারের কাজ-কামে দেশবাসী উদ্বিগ্ন’রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪রাজশাহীতে আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তারভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ‘ভারতের সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্য অযৌক্তিক’তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভপোরশায় তিন আসামী গ্রেফতার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মিরপুর রেলস্টেশনে আধুনিকায়নে কাজ করতে চান ব্যারিস্টার রাগীব রউফ

মিরপুর রেলস্টেশনে আধুনিকায়নে কাজ করতে চান ব্যারিস্টার রাগীব রউফ

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরের রেলওয়ে স্টেশনটি আধুনিকায়নের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চান কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

সম্প্রতি মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ব্রিটিশ আমলে নির্মিত কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশনে উন্নয়নের ছোঁয়া লাগেনি দীর্ঘদিন ধরে। উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মিরপুর রেলওয়ে স্টেশনটি নানা সমস্যায় জর্জরিত। এই স্টেশনের কোন উন্নয়ন হতে দেখিনি। একই সঙ্গে যাত্রী সেবার মানও খুবই নিম্নমুখী।

ব্রিটিশ শাসন আমলে প্রতিষ্ঠিত কুষ্টিয়ার মিরপুর উপজেলাধীন এ রেলস্টেশন। প্রতিষ্ঠার পর থেকে এ অঞ্চলের মানুষের রেলসেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছিল স্টেশনটি। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে উন্নয়ন ও আধুনিকায়নের ছোঁয়া লাগেনি স্টেশনটিতে।

তিনি আরও বলেন, বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে। বিনা প্রয়োজনে রেললাইন স্থাপন করায় প্রয়োজনীয় রুটে রেল সেবার মান বিঘ্নিত হয়েছে। শুধু ট্রেন নয় সব জায়গায় নেটওয়ার্ক বিস্তৃত করা হলেও সুযোগ-সুবিধা এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে নজর দেওয়া হয়নি। প্রয়োজন না থাকলেও ব্যক্তিকে খুশি করতে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে রেলস্টেশন তৈরি করা হয়েছে।

মিরপুর রেলস্টেশনটি নানা সমস্যায় জর্জরিত ও ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, অনেক দিন ধরে অবহেলার শিকার এ রেলস্টেশনে হয়নি উল্লেখযোগ্য কোন সংস্কার কাজ। বর্তমানে সেবার চেয়ে বেশি যাত্রী দুর্ভোগের কারণে পরিণত হয়েছে এটি। তার ওপর সম্প্রতি সময়ে এখানে স্টেশন মাষ্টার না থাকায় সিগন্যালিং নিয়ন্ত্রণের ক্ষেত্রেও জটিলতার সৃষ্টি হয়েছে।

স্টেশনের প্ল্যাটফর্মে শেড এবং কার্পেটিং না থাকার কারণে যাত্রীরা রোদ-বৃষ্টিতে চরম দুর্ভোগের শিকার হন। এছাড়া অপরিচ্ছন্ন টয়লেট, যাত্রীদের বিশ্রামের জন্য কোনো সুব্যবস্থা নেই।’ প্ল্যাটফর্ম বর্ধিত করে এ সমস্যার সমাধান করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, মিরপুর রেলস্টেশন ও এর বিভিন্ন অংশ ঘুরে দেখা যায়, ব্রিটিশ আমলে নির্মিত স্টেশনের বর্তমান অবস্থা জরাজীর্ণ। স্টেশনটি নানা সমস্যায় জর্জরিত। যাত্রীদের বসার জন্য নেই ছাউনি। নামমাত্র একটি শৌচাগার আছে, যা ব্যবহারের প্রায় অনুপযুক্ত।

খোঁজ নিয়ে জানা যায়, কুষ্টিয়া সদর, দৌলতপুর, ভেড়ামারা উপজেলার জনসংযোগ স্থল এবং উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই অবহেলিত মিরপুর রেলওয়ে স্টেশনটি বিভিন্ন সমস্যায় জর্জরিত। এখান থেকে মিরপুর ও দৌলতপুর উপজেলা এবং পার্শ্ববর্তী মেহেরপুর জেলাসহ, গাংনী উপজেলার বিপুলসংখ্যক যাত্রী প্রতিদিন এই স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে থাকে।

দেশের অনেক স্টেশনের উন্নয়ন হলেও মিরপুর স্টেশন দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত। এই স্টেশনের আধুনিকায়ন জরুরি। সেই সঙ্গে সেবার মান বাড়ানো প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news