ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : আমিষ জাতীয় খাবার শক্তির উৎস এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সহযোগিতায় পবিত্র রমজানের সুলভ মূল্যে দুধ,ডিম ও মাংস বিক্রয়ের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সেই সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা. ওলিউল্লাহ, প্রানি সম্পদ ডঃ সারমিন আক্তার ছাড়াও আরো অনেকেই উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২০-০৩-২০২৫) সকাল ১১ টায় পুঠিয়া উপজেলা মার্কেটের মডেল মসজিদের এক নম্বর গেট সংলগ্ন স্থানে বিক্রয় শুরু হয়েছে। প্রতি লিটার দুধের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা প্রতি কেজি মুরগির বয়লার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭০ টাকা। প্রতি হালি লাল ডিমের দাম নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা ও সাদা ডিম এক হালি ৩২ টাকা। সুলভ মূল্যের এই বাজার আগামী ২৭ এ রমজান পর্যন্ত চলমান থাকবে।
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, কে, এম, নূর হোসেন নির্ঝর বলেন, মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মাঝে যেন আমিষ জাতীয় খাবার যেমন দুধ, ডিম ও মাংস ক্রয় করতে পারেন।সেই লক্ষ্যেই আমাদের উদ্যোগ।