ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ২০তম সিন্ডিকেট সভা গত বুধবার (১৯ মার্চ ২০২৫) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান-এর সভাপতিত্বে সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অবঃ), রেজিস্ট্রার ও সদস্য সচিব লেঃ কর্ণেল কেএফএ সোহেল (অবঃ), এরিয়া সদর দপ্তর, বগুড়ার প্রতিনিধি লে. কর্ণেল মোঃ মাহমুদুজ্জামান, পিএসসি, ইউজিসি মনোনীত সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. প্রণব কুমার পান্ডে, বাউয়েট-এর সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও এমই বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম এবং ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা।
এছাড়া, সভায় অনলাইনে যুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত সদস্য যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা) মোঃ নজরুল ইসলাম এবং আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট (এডুকেশন ডিভিশন)-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল স ম গোলাম আম্বিয়া, পিএসসি (অবঃ)।