ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ট্রাক উল্টে ট্রাক ড্রাইভার মিজানুর রহমান (৪৮) নামের এক ডাকাত নিহত হয়েছে। নিহত মিজানুর রহমান দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার হরিনাথপুর (নামা কাঠাল) গ্রামের মৃত রমজান আলীর ছেলে। এ সময় আরও দুই ডাকাত আহত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর চারটার দিকে নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় ট্রাক উল্টে এই হতাহতের ঘটনা ঘটে।
আহত ডাকাতরা হলো মহাদেবপুর সদরের দক্ষিণ হোসেনপুর গ্রামের মৃত শাহীনের ছেলে রুবেল হোসেন ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গাড়িদহ গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মাসুম। এর আগে ডাকাতরা মহাদেবপুর উপজেলার এনায়েতপুরে ডাকাতি করে পালিয়ে যাবার সময় পুলিশি বাঁধার মুখে এ দুর্ঘটনা ঘটে। আহত ডাকাতদের পুলিশ আটক করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের একটি বাড়িতে ডাকাতির চেষ্টাকালে বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে ডাকাতরা ট্রাকযোগে পালিয়ে যায়। তাদের পালিয়ে যাওয়ার খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ডাকাতদের ধাওয়া করে। ডাকাতদের ধরতে পুলিশ নওহাটার মোড়, আব্দুল জলিল পার্ক এলাকাসহ ৬টি স্থানে বেরিকেট দেয়। কিন্তু ডাকাতরা ওই বেরিকেটগুলো ভেঙে পালিয়ে যাবার সময় নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হন। আহত তিনজনকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে ট্রাক ড্রাইভার মিজানুর রহমান মারা যায়।
মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা জানান, উপজেলার এনায়েতপুর ইউপির চকহরিবল্লভ গ্রামের একটি বাড়িতে ডাকাতির চেষ্টাকালে গ্রামবাসীর ধাওয়া খেয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায় ডাকাতদল। খবর পেয়ে মহাদেবপুর ও নওগাঁ থানা পুলিশ নওহাটা মোড়সহ ৬টি স্থানে বেরিকেড দিয়ে ডাকাতদের ধরার চেষ্টা করে। কিন্তু ডাকাতরা সবগুলো বেরিকেড ভেঙে পালিয়ে যাওয়ার সময় ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়।
এ সময় তিনজন ডাকাতকে গ্রেফতারে সক্ষম হলেও বাকিরা ধান ক্ষেতের ভিতর দিয়ে পালিয়ে যায়। আহত তিন ডাকাতকে হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে একজনের মৃত্যু হয়। ডাকাতদের ওই ট্রাক থেকে একটি গরু ও দুটি চোরাই ছাগল জব্দ করা হয়েছে। ডাকাতির ঘটনাস্থল মহাদেবপুর হওয়ায় এই থানাতেই মামলা হবে বলেও তিনি নিশ্চিত করেছেন।