ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে সারাদেশে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। এ উপলক্ষ্যে সোমবার গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল হামিদ।
এ সময় উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলী, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা অফিসার সাখাওয়াত হোসেন, ইপিআই টেকনিশিয়ান মুনিরুল ইসলামসহ, সাংবাদিক, সরকারী কর্মকর্তা,শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: এ ক্যাম্পেইনে উপজেলায় ৮৬ হাজার ৩ শত ২১ জন শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে।


