ধূমকেতু প্রতিবেদক, স্পোর্টস : স্পোটর্স ডেক্স: বালক এককে শিব মোহন কে হারিয়ে ফাইনালে উঠলেন বাংলাদেশের জারিফ আবরার।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাজশাহী টেনিস কমপ্লেক্সে আইটিএফ অর্নদ্ধ-১৮ টেনিস টুর্ণামেন্টের বালক এককে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ২নং কোর্টে হংকং এর শিব মোহন বাংলাদেশের জারিফ আবরারের সাথে কোন প্রতিরোধ গড়তে ব্যর্থ হলে সরাসরি ২-০(৬-৩,৬-২) ম্যাচ জিতে ফাইনালে পৌছে যান বাংলাদেশের এই তারকা খেলোয়াড়।
একই সমং ১নং কোর্টে অনুষ্ঠিত অপর সেমিফাইনালে ভারতের নাভ রবি কুটারীকে সরাসরি ২-০(৬-২,৬-২) সেটে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় পটসিট-ওয়ান থাইল্যান্ডের নাপাত পাটানালের থাপান। আজ শুক্রবার সকাল ৮টায় বালক ও বালিকা এককের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
বালিকাদের এককের সেমিফাইনালে ১নং কোটে টপসিট টু মালদ্বীপের আরা আসাই আজিম সরাসরি ২-০ (৬১,৬-১) সেটে উড়িয়ে দেন টপসিট ফাইফ চীনের টিয়ানরান ডোংকে। ২ং নং কোটে অপর সেমিফাইনালে চীনের জিজি ইয়াং সরাসরি ২-০(৬-১,৬-৩) সেটে স্বদেশী হানিউ ওয়া কে পরাজিত করে ফাইনালে উঠেন। বিকেলে বালক দ্বৈত ও বালিকা দ্বৈত এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
দয়া করে বানান গুল ঠিক করে নিবেন। আমার সময় কম থাকায় আমি বানান চেক করতে পারলাম না


