ধূমকেতু প্রতিবেদক,নাটোর : নাটোরে টাইফয়েডের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার সময়ে শহরের হাজরা নাটোর এলাকায় কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ টিকাদান কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোক্তাদির আরেফিন তিনি বলেন, সরকারের ইপিআই কর্মসূচির আওতায় রোববার থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে চার লাখ ২৯ হাজার ৮৮২ জনকে বিনা মূল্যে টিকা প্রদান করা হবে। এই টিকা পরীক্ষিত এবং সম্পূর্ণ নিরাপদ।
জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা ইপিআই টিকাদান কার্যক্রমের মত টাইফয়েড টিকাদান কার্যক্রমকে সফল করতে চাই। নির্ধারিত বয়সী শিশুদের টিকাদানের আওতায় নিয়ে এসে টাইফয়েড জ্বর থেকে সুরক্ষিত রাখতে চাই। এসময় উপস্থিত ছিলেন, নাটোর পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি) জান্নাত আরা ফেরদৌস, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক আনোয়ারুল আজিমসহ সংশ্লিষ্ঠ কর্মকর্তাবৃন্দ।


