ধূমকেতু নিউজ ডেস্ক : কুমিল্লায় মহানগর যুবলীগের সদস্য রোকন উদ্দিন রোকনকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। হামলার পরে ধারালো অস্ত্র নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের একজন কাউন্সিলরের নাচানাচি করার ভিডিও ভাইরাল হয়েছে।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা হলে ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল বিন জলিলকে গ্রেপ্তার করে পুলিশ।
শুক্রবার দুপুর সাড়ে ৩টায় নগরীর অজিতগুহ মহাবিদ্যালয়ের সামনে গাড়িচাপায় রোকনসহ আরও চার থেকে পাঁচজন আহত হয়েছেন। আহত রোকনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গাড়ি চাপায় তার বাম পা মারাক্তক ক্ষতিগ্রস্ত হয়েছে। বুকে এবং পিঠেও আঘাত লেগেছে।
কুমিল্লা মহানগর যুবলীগের এক কর্মী জানান, ১৫ নং ওয়ার্ডে সকল অপকর্মের সাথে জড়িত রয়েছে কাউন্সিলর সাইফুল বিন জলিল। বাসস্ট্যান্ড দখল, চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর আলামিন সাদি বলেন, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল বিন জলিল একজন সন্ত্রাসী। তার অপকর্মের বিরুদ্ধ প্রতিবাদ করায় রোকনের ওপর এই হামলা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের শাল্লা সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে একটি মিছিল নিয়ে যাচ্ছিলেন কুমিল্লা মহানগর যুবলীগ নেতা রোকনউদ্দিন। বিকাল পৌনে চারটার দিকে মিছিলের ওপর অতর্কিতে গাড়ি তুলে দেন ওয়ার্ড কাউন্সিলর সাইফুল। এতে রোকনসহ ৫ থেকে ৬ জন আহত হন। পরে ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন রোকনউদ্দিন।
এদিকে হামলার পরে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজনের সঙ্গে একটি কালো মাইক্রোবাস থেকে দেশীয় ধারালো অস্ত্র বের করে হাতে নিয়ে নাচছেন কাউন্সিলর সাইফুল বিন জলিল। মোবাইলফোনের ক্যামেরায় সেই নাচের ভিডিও ধারণ করা হয়েছে। ওই ভিডিও প্রচার করা হয়েছে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমের খবরেও।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, কাউন্সিলর সাইফুল বিন জলিলকে আটক করা হয়েছে। ভিডিওর কথা তারা জানতে পেরেছেন। মামলায় এই ভিডিওর বিষয়েও তদন্ত করা হবে।