ধূমকেতু প্রতিবেদক : ‘কঠোর লকডাউন’ শুরুর প্রথম দিন কঠোর লকডাউন হলেও দ্বিতীয় ও তৃতীয় দিন ঢিলেঢালা লকডাউন হয়েছে। দ্বিতীয় দিন গতকাল বৃহস্পতিবার থেকে রাস্তায় বেড়েছে মানুষের চলাচল ও যানবাহনের সংখ্যা। শুক্রবারও মানুষের চলাচল ও যানবাহন বেশি দেখা যায়। লকডাউনের প্রথম দিন গত বুধবার রাজশাহীতে বাইরে বের হওয়া নিয়ে ব্যাপক কড়াকড়ি করা হয়েছে। তবে পরদিন বৃহস্পতিবার ও শুক্রবার কিছুটা ঢিলেঢালা লকডাউন লক্ষ্য করা গেছে। এ দিন শহরের রাস্তায় মানুষের উপস্থিতি বেশি ছিল। তবে আগের দিন চিত্র ছিল ভিন্ন।
শুক্রবার আগের দিনের মতো নগরীতে মানুষের চলাচল বেশি দেখা যায়। এ দিন সকালে নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর, শিরোইল বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, নিউমার্কেট, সাহেববাজার জিরোপয়েন্টসহ কয়েকটি এলাকায় গিয়ে দেখা গেছে, রাস্তাঘাট মানুষের উপস্থিতি বেড়েছে। নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ সদস্যরা থাকলেও চলাচল করছে রিকশা-অটোরিকশা।
পুলিশ কারও পথ আটকে জেরা করলে লোকজন জানাচ্ছেন, জরুরি প্রয়োজনে তাঁরা বাইরে এসেছেন। পুলিশ সদস্যরা তাঁকে দ্রæত কাজ শেষ করে ঘরে ফেরার নির্দেশনা দিচ্ছেন। শহরের তিন দিকের প্রবেশমুখ আমচত্বর, কাশিয়াডাঙ্গা ও কাটাখালী এলাকায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। আগের দিন এ তিন পয়েন্টে কঠোরভাবে কড়াকড়ি করলেও পরদিন কিছুটা নমনীয় দেখা গেছে পুলিশকে।
করোনাভাইরাসের সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় প্রথম দফায় মানুষের চলাচল ও কার্যক্রমে বিধি-নিষেধাজ্ঞা আরোপের পর গত বুধবার থেকে আটদিনের জন্য ‘কঠোর লকডাউন’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এই লকডাউনে ২১ এপ্রিল পর্যন্ত সারাদেশে জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস এবং গণপরিবহন বন্ধ থাকবে।
তবে একদিন পরই শহরে মানুষের উপস্থিতি বৃদ্ধি প্রসঙ্গে জানতে চাইলে রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম বলেন, সরকার যে নির্দেশনা দিয়েছে সেভাবেই লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে। এ অবস্থায় কেউ অহেতুক বাইরে ঘোরাঘুরি করলে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের শাস্তির মুখেও পড়তে হচ্ছে। প্রথম দিন ভ্রাম্যমাণ আদালতে ৩৫টি মামলায় ৩৫ জনকে ২৮ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়েছে। দ্বিতীয় দিনেও জরিমানা করা হয়। তৃতীয় দিনও অভিযান চলেছে।