ধূমকেতু নিউজ ডেস্ক : ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় পিকআপচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন।
বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এর আগে বিকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রামগোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তাওহিদুল ইসলাম (৬) ময়মনসিংহ আকুয়া মোড়লবাড়ি এলাকার মনিরুল ইসলামের ছেলে ও কোকিল চৌহান ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগীর মধু চৌহানের ছেলে।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী ও সাবইন্সপেক্টর মো. কামরুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জগামী অটোরিকশাকে কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহগামী পিকআপভ্যান চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহত তাওহিদুল ইসলামের (৬) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর রাত ১০টার দিকে সেখানে মারা যান কোকিল চৌহান।
এদিকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রণিতা সূত্রধর জানান, দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুজনের মৃত্যুর খবর পেয়েছি।