ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় বর্জপাতে জহুরুল ইসলাম বাবু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মে) বিকেলে ঝড়-বৃষ্টি চালাকালিন সময় আম বাগানে অবস্থান কালে আকষ্মিক বর্জপাতে তার মৃত্যু হয়। মৃত জহুরুল ইসলামের বাড়ি উপজেলার বাউসা চকর পাড়া গ্রামে। তার পিতার নাম আজাহার আলী বলে জানা গেছে।
স্থানীয় লোকজন জানান, শনিবার বিকেলে বাঘা উপজেলা ও তার পার্শ্ববর্তী এলাকা সমুহে ঝড়-বৃষ্টি হয়। এই ঝড়-বৃষ্টির সময় উপজেলার চকরপাড়া বাউসা গ্রামে জহুরুল ইসলাম বাবু (৩০) নামে এক যুবক বাড়ির পাশে আম বাগানে অবস্থান করছিল। এ সময় আকষ্মিক ভাবে বর্জপাতের ঘটনা ঘটে। এ ঘটনায় একটি আম গাছ ধবংস হয় এবং বাবু চরম ভাবে আহত হয়ে গ্যান হারিয়ে ফেলেন। পরক্ষনে তাকে পাশ্ববর্তী পুঠিয়া স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষনা করেন।
বাউসা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম (শফিক) জানান, ঘটনাটি মর্মান্তিক। বাবু অত্যান্ত ভালো ছেলে। ওর মৃত্যুতে তার পরিবার সহ এলাকার লোকজনের মাঝে শোকের ছাঁয়া নেমে এসছে।
বাঘা থানা অফিসার ইনজার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, লোকমুখে ঘটনাটি শুনেছি। প্রাকৃতিক দূর্যোগ এর উপরে কার হাত নেই।