ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউড সুপারস্টারদের জীবন নিয়ে চর্চা থেমে নেই। তাদের ভক্ত অনুরাগীরা অভিনয়ের পাশাপাশি প্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়েও সমান কেৌতুহলী। তাইতো অতীতের কোনো সুখস্মৃতি কিংবা দু:খগাথা প্রায়ই মানসপটে ভেসে উঠে তাদের।
বলিউড সেনসেশন ঐশ্বরিয়া রাই আর সুপারস্টার সালমান খানের প্রেম একটা সময় ওপেন সিক্রেট ছিল। ক্যারিয়ারের সূবর্ণ সময়টায় এই দুই সেলিব্রেটি সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছিলেন। তখন এই বিষয়টা টক অব দ্য বলিউড ছিল।
দুজনের বিয়ের পরিকল্পনাও ছিল। সালমানের বিয়ের প্রস্তাব নিয়ে ঐশ্বরিয়ার বাড়িতে গিয়ে হাজির হয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানও।
শেষ পর্যন্ত এই সম্পর্ক নতুন বাঁক নেয়। সালমানকে কাঁদিয়ে বচ্চন পরিবারের বধূ হন ঐশ্বর্য। দুই সুপারস্টারের সম্পর্কের সমাপ্তি ঘটলেও এ নিয়ে আলোচনা থেমে নেই।
বিচ্ছেদের দীর্ঘ বছর পেরোলেও বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে সাবেক বিশ্বসুন্দরীর প্রেম নিয়ে আলোচনা থেমে নেই। মাঝেমধ্যেই অন্তর্জালবাসী সেই আলাপ উসকে দেন। এরই মধ্যে ঐশ্বরিয়া স্বামী-সংসার নিয়ে বেশ ভালোই আছেন।
অন্যদিকে, সালমানের সিঙ্গেল জীবনও মন্দ যাচ্ছে না। তাতে কি আর সাল্লু-অ্যাশের সাড়াজাগানো সেই সম্পর্ক নিয়ে কথকতা থামে!
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড লাইফের খবর, সালমান খানের সঙ্গে প্রেমপর্ব চুকিয়ে যাওয়ার পর অভিষেক বচ্চনের প্রেমে পড়েন ঐশ্বরিয়া রাই। ২০০৭ সালে বিয়ে করেন অভিষেক-ঐশ্বরিয়া।
যখন রাজকীয় আয়োজনে ঐশ্বরিয়ার বিয়ে চলছিল, তখন সালমানের হৃদয়ে রক্তক্ষরণ। এ সময় এক প্রতিক্রিয়া জানিয়ে অনেকের হৃদয় জয় করেছিলেন সালমান খান।
ইন্ডিয়া টিভিকে দেওয়া সেই সাক্ষাৎকারে সালমান খান বলেছিলেন, ঐশ্বর্য অভিষেককে বিয়ে করায় তিনি খুব খুশি। অভিষেক ভালো মানুষ এবং ভালো পরিবারের। ঐশ্বরিয়াকে শুভেচ্ছা জানান তিনি। বলেন, ‘আমি ওর সুখী জীবন কামনা করি।’
ঐশ্বরিয়া রাই বচ্চন এখন অভিষেকের ঘরনী হয়ে সুখেই আছেন। বিরহে কাতর সালমান বহু ঘাটে তরী ভাসিয়ে কোথাও নোঙর করতে পারেননি।
এখন বলিউডের মোস্ট অ্যালিজেবল ব্যাচেলর সালমান। কবে বিয়ে করবেন তারও পরিকল্পনা নেই ৫০ পেরোনো এই মেগাস্টারের।