ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগ নেতা জহিরুল হাসান হত্যা মামলায় আমান উল্লাহ আমান নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। কাঞ্চনার বকশিরখিল এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আমান বকশিরখিল শাহাব মিয়ার বাড়ি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। এএসআই নাজমুল হাসান জানান, ৬ বছর ধরে পলাতক আমান চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলো। তার বিরুদ্ধে আরও দুটি নন-জিআর এবং জিআর মামলা রয়েছে। তিনটি মামলাতেই তার পরোয়ানা ছিল। খবর পেয়ে শুক্রবার রাতে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করি।
এদিকে পৃথক দুটি অভিযানে আরো দুই পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার দুজন হলো- চরতীর পশ্চিম দুরদুরী ৬ নম্বর ওয়ার্ড এলাকার হাবিবুল্লাহ এবং ধর্মপুর চৌধুরীপাড়ার রিফাত।
সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি হত্যা মামলার আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।