ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিজ বাড়ি থেকে ইস্কান্দার (২৮) নামে এক যুবক ও তার স্ত্রী রুমার (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের কুরমাইকুল এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ইস্কান্দার ওই এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম।
তিনি বলেন, শুক্রবার রাতে লালানগর ইউনিয়ন এলাকা থেকে প্রবাসফেরত এক যুবক ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইস্কান্দার ও রুমার দুইবছর আগে বিয়ে হয়। তাদের সংসারে এক বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। কাতারপ্রবাসী ইস্কান্দার গত মঙ্গলবার (১০ আগস্ট) দেশে ফিরেছেন। শুক্রবার রাতে একই কক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।