ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে রহস্যজনক ভাবে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বদলগাছী থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার মিঠাপুর ইউনিয়নের সাজিপাড়া নামক গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ই সেপ্টেম্বর সকাল ৮ দিকে হঠাৎ গৃহবধূর ছেলে সিজান তার শয়ন ঘরের বারান্দার তালার তীরে মায়ের ঝুলন্ত লাশ দেখতে পায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় প্রতিবেশীরা ছুটে এসে ঝুলন্ত লাশ দেখে থানা পুলিশকে খবর দেয়। ঐ গৃহবধূ বদলগাছী উপজেলার মিঠাপুর ইউপির সাজিপাড়া গ্রামের মনিরুল ইসলাম মনির স্ত্রী শাহানাজ পারভিন (৩০)।
এলাকাবাসীর অভিযোগ, ইতিপূর্বে ঐ গৃহবধূর সাথে একই গ্রামের কথিত রনি নামের এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল। পরকিয়ার কারণে গৃহবধূর পরিবার ও পরকীয়া প্রেমিকের পরিবারের সাথে এ বিষয়ে সালিশ-দরবারও হয়েছিল।
পরকীয়ার সূত্র ধরে স্বামীর সাথে গৃহবধূর পারিবারিক কলহের জেরে হয়ত গৃহবধূ আতœহত্যা করেছে।
আবার বউ এর পরকীয়ায় অতিষ্ঠ হয়ে হয়তো বা স্বামী তাকে হত্যা করতে পারে এমনটা ধারনা করছেন স্থানীয় একাধিক ব্যক্তি।
ঐ মেয়ের পরিবারের সাথে কথা বললে তারা বলেন, খুব সকলে আনুমানিক ৬ টার দিকে শাহানাজ তার পিতা আলতাফ হোসেনের সাথে মোবাইলে কথা বলেন।
এব্যাপারে বদলগাছী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেলে বুঝা যাবে এটি আতœহত্যা নাকি হত্যা।