ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় একটি পূজা মন্ডপে রাতের আঁধারে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে শহরের আড়ুয়াপাড়ার আইকা সংঘ পুজা মন্ডপে এই হামলা ও প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় সনাতন ধর্ম্বালম্বীসহ স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
কুষ্টিয়া জেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক তুহিন চাকী জানান, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উপলক্ষে আড়–য়াপড়া হেমচন্দ্র লাহিনী লেনের ওই মন্ডপে প্রতিমা তৈরীর কাজ চলছিলো। মঙ্গলবার দিবাগত রাত ৩টার পর মন্ডপ কমিটির লোকজন বাড়ি চলে যান।
বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে তারা মন্ডপে গিয়ে দেখতে পান দূর্গা, লক্ষী ও কার্ত্তিকসহ অন্যান্য প্রতিমার মাথা সম্পূর্ণ রূপে ভেঙে ফেলা হয়েছে। এছাড়া স্বরস্বতীসহ অন্যান্য প্রতিমাগুলোরও ক্ষতিসাধন করা হয়েছে।
আগামী ৬ অক্টোবর মহালয়ার মাধ্যমে এ উৎসব শুরু হওয়ার কথা। এরই মাঝে এভাবে প্রতিমা ভাংচুরের ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। এলাকার সচেতন মহলও এর প্রতিবাদ জানিয়েছে।
এদিকে জেলা পুলিশের কর্মকর্তারা বুধবার সকালে পূজা মন্ডপ পরিদর্শন করে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন।