ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বিদ্যুৎপৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতে কর্মরত একজন ফোরম্যানের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার মৈনম ইউনিয়নের ভোলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতের নাম আব্দুল মান্নান (৫৬)। তিনি রাজশাহীর বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের তাসের উদ্দিনের ছেলে। পল্লী বিদ্যুতের ফোরম্যান হিসেবে নিয়ামতপুর পাওয়ার গ্রিডে কর্মরত ছিলেন তিনি।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে ভোলাবাজার এলাকায় বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে আব্দুল মান্নান দুর্ঘটনার শিকার হন। তাঁকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন পল্লী বিদ্যুৎ সমিতি মান্দা এরিয়া অফিসের ডিজিএম মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আব্দুল মান্নান নিয়ামতপুর পাওয়ার গ্রিডে ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন। তবে, কী কাজে তিনি মান্দা এলাকায় এসেছিলেন তা জানা নেই।