ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারায় বাসের ধাক্কায় মনির হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তানভির হাসান রাজ (১৮) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ভেড়ামারা-দৌলতপুর সড়কের ধরমপুর ইউনিয়নের কাজীহাটা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের পরানখালি গাছিয়া দৌলতপুর গ্রামের এনামুল হোসেনের ছেলে ও আহত তানভির ধরমপুর ইউনিয়নের পূর্ব সাতবাড়িয়া গ্রামের রেজাউল করিমের ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, উপজেলার কাজীহাটা বাজারে আল্লারদর্গাগামী একটি বাস বিপরীত থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় দুই আরোহী সড়কে ছিটকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদেরকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এরপর চিকিৎসাধীন অবস্থায় মনির হোসেন মারা যায়।