ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে পুকরের পানিতে ডুবে দেড় বছর বয়সী শিশু কন্যা নুসরাতের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার কাশিমপুর বরাজপাড়া গ্রামের একটি পুকুরে এ দুঘর্টনাটি ঘটে। নিহত শিশু নুসরাত হরিশপুর গ্রামের নাজমুল হোসেনের কন্যা।
জানা যায়, গত দুই দিন আগে নুসরাতের মা নুসরাতকে নিয়ে তার বাবার বাড়িতে বেড়াতে আসে। দুপুর ১২টার দিকে নুসরাতের মা টিউবওয়েলে তরকারি পরিষ্কার করছিল এসময় শিশু নুসরাত টিউবওয়েলের পাশে খেলা করছিল। নুসরাতের মা তরকারি পরিষ্কার করে ঘরে রেখে এসে দেখে শিশু নুসরাত সেখানে নেই। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পাশের একটি পুকুরের পানিতে নুসরাতকে পাওয়া যায়। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।