ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসে বিশ্বজুড়ে ফের মৃত্যু বেড়েছে। একইসঙ্গে বেড়েছে নতুন করে করোনা শনাক্ত। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে মারা গেছেন ৭ হাজারের বেশি মানুষ। অথচ এর আগের দিন মঙ্গলবার (৫ অক্টোবর) মারা গিয়েছিলের পাঁচ হাজার কিছু বেশি। আর নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪ লাখের বেশি।
বুধবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন ৭ হাজার ৪৫৬ জন। আর একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ৪ লাখ ৮ হাজার ৮১৬ জনে।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ লাখ ৩১ হাজার ৫৬৯ জনে। আর মোট শনাক্ত হয়েছে ২৩ কোটি ৬৫ লাখ ৯০ হাজার ৯৩৭ জনে।


