ধূমকেতু প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোর ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ড. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর একটি উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে বড়াইগ্রাম উপজেলা ও বড়াইগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার রাজ্জাক মোড় এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
প্রায় ঘন্টা ব্যাপি এই মাববন্ধনে বক্তব্য রাখেন, বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক মানিক রায়হান প্রমূখ।
বক্তব্যে ছাত্রলীগ নেতারা উপজেলা চেয়ারম্যান উস্কানিমূলক বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাওয়া এবং তাকে সংশোধন হওয়ার জন্য অনুরোধ জানান ।
গত ৩০ শে সেপ্টেম্বর বড়াইগ্রামের চান্দাই ইউনিয়নের একটি অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারী নাটোর ৪ আসনের সংসদ সদস্যের গাড়ি দেখলেই পুরিয়ে দেওয়ার হুমকি দেন।


