ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের নিজ নিজ নাগরিকদের আফগানিস্তানের রাজধানী কাবুলের সেরেনা হোটেল অবিলম্বে ছাড়তে পরামর্শ দিয়েছে।
সোমবার এনডিটিভির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ‘নিরাপত্তা হুমকি’র কথা উল্লেখ করেছে।
বিবৃতিতে বলা হয়, মার্কিন যেসব নাগরিক (কাবুলের) সেরেনা হোটেলে রয়েছেন বা এর আশপাশে রয়েছেন, তাদের ওই স্থান ত্যাগের পরামর্শ দেয়া হচ্ছে।
তবে ব্রিটেনের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন অফিস একটু বড় পরিসরে এ সতর্কবার্তা দিয়েছে। তারা বলছে, ক্রমবর্ধমান হুমকির মুখে (আফগানিস্তানে) হোটেলে না থাকার জন্য আপনাদের পরামর্শ দেয়া হচ্ছে, বিশেষ করে কাবুলের হোটেলগুলোতে (যেমন সেরেনা হোটেল)।
আফগানিস্তানে সম্প্রতি আইএসকেপির (ইসলামিক স্ট্যাট অব খোরাসান প্রোভিন্স) হুমকি বেড়েছে। গত শুক্রবার জুমার নামাজের সময় কুন্দুজ শহরের একটি মসজিদে আত্মঘাতি হামলা চালায় আইএসকেপি। ওই হামলায় ৫০ জন নিহত এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
এর আগে কাবুল বিমানবন্দরের কাছে বোমা হামলা হতে পারে বলে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। পরে ভয়াবহ এক বোমা হামলা চালিয়েছিল আইএসকেপি, যা প্রাণ নিয়েছিল ১৮২ জনের। এ প্রেক্ষপটে দুই দেশ তাদের নাগরিকদের সতর্ক করলো।
গত আগস্টের মাঝামাঝি কাবুলের ক্ষমতায় আসে তালেবান। তারা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া এবং মানবিক বিপর্যয় এড়ানো ও অর্থনৈতিক সংকট কমানোর চেষ্টা করছে। এরইমধ্যে আফগানিস্তানে তাদের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে এই আইএসকেপি।
তালেবানের আফগানিস্তান নিয়ন্ত্রণে নেয়ার পর অধিকাংশ বিদেশী সে দেশ ত্যাগ করলেও কিছু সাংবাদিক ও ত্রাণকর্মী এখনও কাবুলে রয়ে গেছেন।
প্রসঙ্গত, ব্যবসায়ী ভ্রমণকারী ও বিদেশী মেহমানদের কাছে সেরেনা হোটেলটি খুবই জনপ্রিয়। এর আগে এটি দুইবার তালেবানের হামলার শিকার হয়েছিল।