ধূমকেতু নিউজ ডেস্ক : ঢালিউডের একসময়কার জনপ্রিয় নায়ক উজ্জ্বলের স্ত্রী মেরিনা আশরাফ বিউটি আর নেই। বুধবার দিবাগত রাত ৪টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স ছিল ৫২ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি বৃহস্পতিবার সকালে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, নায়ক উজ্জ্বলের স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুই সপ্তাহে আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মেরিনা। অবস্থার অবনতি হওয়ায় লাইফসাপোর্টে নেওয়া হয়েছিল তাকে। সেখানে তিনি মারা যান।
আরও জানা গেছে, মেরিনা আশরাফের কিডনি রোগ ছিল। সম্প্রতি তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। সে কারণে তাকে লাইফসাপোর্টে নেওয়া হয়েছিল।
বাদ আসর গুলশান জামে মসজিদে উজ্জ্বলের স্ত্রীর জানাজার পর তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।