ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের কানসাটে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে আলমগীর হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করেছে।
বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকায় তাকে আটক করে। এসময় কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের মাদ্রাসা মোড়ের মনিরুলের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেজর সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার ওমর আলীর নেতৃত্বে র্যাবের একটি দল বৃহস্পতিবার রাত পৌনে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর কলকলিয়া ব্রীজের নিকট অভিযান চালিয়ে উক্ত ব্যক্তিকে অস্ত্রসহ আটক করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।