ধূমকেতু নিউজ ডেস্ক : সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন আলিয়া ভাট। যেখানে তার হাতে একটি নতুন আংটির দেখা মেলে। তাতে আবার আট নম্বর লেখা। ভক্তদেরও অজানা নয় যে রণবীরের লাকি নম্বরই আট। তাহলে কি বাগদান সেরেই ফেললেন এই জুটি?
বেশ কিছুদিন ধরেই বলিউডের কাপুর পরিবাররের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মহেশ ভাটের কন্যা আলিয়া ভাট। সম্প্রতি বলি পাড়ার কান পাতলেই শোনা যায় তাদের বিয়ের গুঞ্জনও।
বিভিন্ন সূত্র এটিও জানিয়েছে যে চলতি বছর ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তারা।
তবে তাদের পরিবারের পক্ষ থেকে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।
তারপরেও ভক্তদের জল্পনা-কল্পনা তো আর থেমে থাকেনা। তাই সম্প্রতি আলিয়ার ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করা ছবি দেখে তারা ধরেই নিয়েছেন এই জুটির বাগদান পর্ব শেষ।
আলিয়ার পোস্ট করা ছবিতে দেখা যায় নিজের মুখ পাতা দিয়ে ঢেকে রেখেছেন তিনি। তবে, তার আঙুলে একটি আংটি জ্বলজ্বল করছে। সেখানেই স্পষ্ট ৮ নম্বর সংখ্যাটি।
ভক্তদের অজানা নয় যে রণবীরের লাকি নম্বর ৮। এদিকে এর আগে মোবাইলের কভারেও ৮ লিখে তা ইনস্টাগ্রামে পোস্ট করতে দেখা গেছে আলিয়াকে।
এসব মিলিয়েই দুইয়ে দুইয়ে এখন চার মেলাতে ব্যস্ত ভক্তরা।
সূত্র: এবিপি আনন্দ