ধূমকেতু নিউজ ডেস্ক : দিনাজপুরের বিরামপুরে পাথরবাহী ট্রাকচাপায় ইব্রাহিম হোসেন (৩৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত ইব্রাহিম হোসেন উপজেলার খানপুর ইউনিয়নের নটকুমারী গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।
শনিবার দুপুরের দিকে পৌরশহরের ঢাকা মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত।
তিনি আরও জানান, নিহত ইব্রাহিম হোসেন বাড়ি থেকে সাইকেল যোগে বিরামপুর বাজারে যাবার পথে হিলি থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি পাথর বোঝাই ট্রাক পৌর শহরের ঢাকা মোড় এলাকায় পৌঁছালে তাকে চাপা দেয় এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এঘটনায় ট্রাকটি জব্দসহ চালককে আটক করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।