ধূমকেতু নিউজ ডেস্ক : পিরোজপুরের সদর উপজেলায় শংকরপাশা ইউনিয়নের নির্বাচনী প্রচারে গিয়ে গুলিবিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার রাত ১১টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফয়সাল মাহবুব শুভ পিরোজপুর সদর উপজেলার উকিলপাড়া এলাকার মাহবুব এ খোদার ছেলে। তিনি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি।
গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু।
এর আগে গত ৭ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে প্রচার চালাতে শংকরপাশায় গিয়েছিলেন তিনি। মল্লিকবাড়ী এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাসির হোসেন মাতুব্বরের সমর্থকরা শুভ ও তার সঙ্গীদের ওপর হামলা চালায়। তখন গুলিবিদ্ধ হন শুভ।
তাকে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে খুলনা সিটি হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য গত ৮ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া হয়।