ধূমকেতু নিউজ ডেস্ক : বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় বাড়িতে ঢুকে উথোয়াইনু মারমা (৩৮) নামে আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তারাছা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত উথোয়াইনু মারমার বাড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদারপাড়ায়। তিনি তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
জানা গেছে, আজ সন্ধ্যার দিকে ওই ইউনিয়নের তালুকদারপাড়ায় সশস্ত্র চার-পাঁচজন আসেন। এসময় তারা ওই পাড়ার উথোয়াইনু মারমার বাড়িতে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা।
গুলি করে দ্রুত পালিয়ে হামলাকারীরা। তাদের পরিচয় জানা যায়নি।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম তালুকদারপাড়ায় উথোয়াইনুকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে গেলে বিস্তারিত জানা সম্ভব হবে।