ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের দৈনিক কোভিড সংক্রমণ বুধবারের থেকে একটু কমলেও থাকছে ৯ হাজারের বেশিই। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১১৯ জন।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন জানায়, ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ৪৪ হাজার ৮৮২ জন।
আক্রান্ত কমলেও দৈনিক মৃত্যু তেমন কমেনি। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩৯৬ জনের। এর মধ্যে ৩০৮ জনই কেরালায়। মহারাষ্ট্রে মৃত্যু বেড়ে হয়েছে ৪১; তামিলনাড়ুতে ১৪।
পশ্চিমবঙ্গে গত একদিনে ১২ জনের প্রাণ গেছে করোনায়। বাকি সব রাজ্যেই দৈনিক মৃত্যু পাঁচের মধ্যে রয়েছে।
আক্রান্তের সংখ্যা কমতে থাকায় ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। গত চারদিন দৈনিক আক্রান্ত ১০ হাজারের নিচে রয়েছে।
গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ১ হাজার ৫৪১ জন। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লাখ ৯ হাজার ৯৪০ জন।