ধূমকেতু নিউজ ডেস্ক : নিরাপদ সড়কের দাবি ও মাইনুদ্দিন হত্যার প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর রামপুরা ব্রিজের ওপর অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১১টার দিকে রামপুরা ব্রিজের ওপর অবস্থান নেন আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন গণপরিবহন থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে তা আটকে দিচ্ছেন।
নিরাপদ সড়কের দাবিতে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত আমরা অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এছাড়া গতকালই তারা ঘোষণা দেন বুধবার বেলা ১১টা থেকে একই দাবিতে আন্দোলনে নামবে।
এ প্রসেঙ্গে রামপুরা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, শুনেছি শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। আগে থেকে ঘোষণা ছিলো তারা আজকেও নামবে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশের যথেষ্ট উপস্থিতি রয়েছে।